February, 2020
বর্তমানে মাস হিসাবে দেখছেন
বইমেলায় নাজমীন মর্তুজা’র “নদীটির চন্দন জল”

এবার একুশে বইমেলায় আসছে কবি, গবেষক ও কথাসাহিত্যিক নাজমীন মর্তুজা’র ছোটগল্প সংকলন বই “নদীটির চন্দন জল”। বইটি প্রকাশ করছে ইছামতি প্রকাশনী। প্রচ্ছদ করেছেন- অপু মাহাবুব। বইটির মূল্য রাখা হয়েছে ১২০ টাকা। বইটি পাওয়া যাবে ৪৩৭-৪৩৮ নম্বর স্টলে। বইটি এ সপ্তাহে মেলায় আসবে। নাজমীন মর্তুজা বর্তমানে স্বামী-সন্তানসহ অস্ট্রেলিয়াতে বসবাস করলেও তার কবিসত্তা মিশে আছে বাংলার মাটি-মানুষের সঙ্গে। দূর প্রবাসে থেকেও তিনি জয় করেছেন অজস্র পাঠকের হৃদয়। নাজমীন মর্তুজা সৃজনশীল সাহিত্য চর্চার পাশাপাশিবিস্তারিত পড়ুন
1,232 total views