October, 2018
বর্তমানে মাস হিসাবে দেখছেন
ভাইয়ের আরোগ্য কামনা করে দোয়া চেয়েছেন লেখক আকিদুল ইসলাম সাদী

বাবাকে হারিয়েছি ছোটবেলায়। তারপর থেকে আদর-সোহাগ দিয়ে বড় করেছেন আমার ভাইয়া। বাবার অভাব তিনি কখনও বিন্দুমাত্র বুঝতে দেননি। শত কষ্টের মাঝে তিনি ছায়া হয়ে থেকেছেন। শত আঘাত নিজে সহ্য করেছেন, আমার / আমাদের উপর আসতে দেননি। আজ তাকে নিয়ে খুবই চিন্তিত আমরা! না জানি তার ছায়া আমাদের উপর থেকে উঠে যায় কি-না! অশ্রুসিক্ত হয়ে কথাগুলো বলছিলেন সাহিত্যিক, গবেষক ও কবি আকিদুল ইসলাম সাদী। লেখকের ভাই বরিউল ইসলাম বর্তমানে ঘাড়ের শীরা জনিতবিস্তারিত পড়ুন
1,572 total views, 2 views today