সূর্যীমামার পিছু

সূর্যীমামার পিছু
শহীদুল ইসলাম মামুন
সন্ধ্যাবেলা নদীর পাড়ে
হাঁটছি যখন একা
এমন সময় পেলাম আমি
সূর্যিমামার দেখা।
সূর্যিমামা যাচ্ছে চলে
বলছে না তো কিছু
তাকে আমি ছুঁয়ে দিতে
চললাম পিছু পিছু ।
অবশেষে দেখা পেলাম
রক্তরাঙা আকাশে
ফুলের বইছে তখন
ভর করে সে বাতাসে।
অবশেষে গেলো চলে
পেলাম নাকো তাকে
পখিগুলো উড়ছিলো সব
এসে ঝাঁকে ঝাঁকে।
1,583 total views, 4 views today
অন্যরা এখন যা পড়ছেন

নয়নের মনি || রুপা আক্তার
ফাগুনের এই আগুন ঝরা রোদেলা দিনে হিয়া তুমি চলে গেছো অনেক দূরে; ভেবেছিলাম সারা জীবন থাকব তোমার নয়নের মনি হয়ে।বিস্তারিত পড়ুন
17,177 total views, 27 views today

ফাগুনের বিদগ্ধ স্মৃতি || রুপা আক্তার
কোনো এক ফাগুনে এসেছিলে মাল্য হাতে নিয়ে বরণ করে বসালে তোমার হৃদয়ও মন্দিরে; তুমিও নিলে আমার হৃদয় জায়গা করে। জীবনেরবিস্তারিত পড়ুন
17,117 total views, 28 views today

শ্রেষ্ঠ মানব
শ্রেষ্ঠ মানব এম.শরীফ হোসেন শ্রমিক তোমার ঘামে ভেজা ইটের এ শহর, তোমার দেয়া রক্ত শ্রমে আমি স্বার্থপর। তুমি মহান শ্রেষ্ঠবিস্তারিত পড়ুন
20,463 total views, 33 views today