ফিলিস্তিনির আকাশ ইসলামের

ফিলিস্তিনির আকাশ ইসলামের
মোঃ গোলাম মোস্তফা (দুঃখু)
সবুজ পাতা লাল হলো ,
গাছের ডালে আগুন ধরলো।
ওরা মারছে বোম,
করছে খেলা !
ইসরাইলী হায়েনা রা।
আমি মানুষ
আমার ধর্ম ইসলাম।
আমি প্রাণ দিবো,
রক্তের সাগরে গোসল করবো !
ফিলিস্তিনির আকাশে পায়রা ওড়াব।
সৌদী দেশের রাজা দালাল খুশি হলো,
ইসরাইল বাবা বোমা মারলো।
ফিলিস্তানির আকাশ কালো হলো,
মুসলিমের রক্তে সাগর হলো।
আল্লাহ্ বিচার করো ,
ফিলিস্তিনের আকাশ ইসলামের।
কোর আনের সুরে,
হাসি মুখে দিবো প্রাণ।
হে আল্লাহ্ আমার পা নেই,
শক্তি দাও লড়াই করার জন্য।
বাঁচতে চাই ফিলিস্তিনকে,
রক্ষা করার জন্য।
নিজের মাতৃভূমিতে,
এক বুক নিঃশ্বাসের জন্য।
পানি দাও পানি দাও
জীবন আমার চলে যাবে,
পানির তৃষ্ণার জন্য।
রক্তপান করে জীবন রক্ষা করো,
বাঁচতে হবে ইসলামের।
সম্মান রক্ষার জন্য,
এই মাটি ফিলিস্তনি মানুষের।
ভাইয়া আমার পা !
উড়ে গেলো,
কালো আকাশের মাঝে।
পা গেছে কষ্ট নেই,
বাঁচার কোন ইচ্ছে নেই
মানবতাবিহীন পৃথিবীর মাঝে।
ও আমার মুসলিম ভাইয়েরা,
তোমরা আমাদের রক্ষা করো।
বিশ্বের আকাশে প্রতিবাদ তুলো,
অধীকার চাই বাঁচার জন্য।
সৌদী রাষ্ট্রের দালাল রাজা আছে,
ভাবতে আমার কষ্ট লাগে।
ইসরাইল হারামির বন্ধু হলো,
সৌদীর বাদশা রক্তের খেলা দেখলো।
বাবা বাঁচাও আমি কালো,
আকাশের নিচে লাশ হলাম।
ওগো রক্ষা করো,
সারা দেহ পুরে গেলো।
মানবতা তুমি চুপ কেন !
এত লাশের চিৎকার,
তোমরা শুনতে পাচ্ছো না।
মরার আগে বলতে চাই,
আল্লাহ্ নামে জীবন দিলাম।
ইসরাইল হায়েনার খাবার হলাম!
মানবতা তুমি মরে গেছো,
ক্ষমতার বিলাসিতার জন্য।
লেখক: বিতার্কিক-শিক্ষার্থী,পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, খুলশী, চট্টগ্রাম।
211 total views, 2 views today
অন্যরা এখন যা পড়ছেন

নয়নের মনি || রুপা আক্তার
ফাগুনের এই আগুন ঝরা রোদেলা দিনে হিয়া তুমি চলে গেছো অনেক দূরে; ভেবেছিলাম সারা জীবন থাকব তোমার নয়নের মনি হয়ে।বিস্তারিত পড়ুন
2,347 total views, 21 views today

ফাগুনের বিদগ্ধ স্মৃতি || রুপা আক্তার
কোনো এক ফাগুনে এসেছিলে মাল্য হাতে নিয়ে বরণ করে বসালে তোমার হৃদয়ও মন্দিরে; তুমিও নিলে আমার হৃদয় জায়গা করে। জীবনেরবিস্তারিত পড়ুন
2,279 total views, 20 views today

শ্রেষ্ঠ মানব
শ্রেষ্ঠ মানব এম.শরীফ হোসেন শ্রমিক তোমার ঘামে ভেজা ইটের এ শহর, তোমার দেয়া রক্ত শ্রমে আমি স্বার্থপর। তুমি মহান শ্রেষ্ঠবিস্তারিত পড়ুন
2,776 total views, 25 views today