ফাগুনের বিদগ্ধ স্মৃতি || রুপা আক্তার

কোনো এক ফাগুনে এসেছিলে
মাল্য হাতে নিয়ে
বরণ করে বসালে
তোমার হৃদয়ও মন্দিরে;
তুমিও নিলে আমার
হৃদয় জায়গা করে।
জীবনের প্রতিটি মুহূর্ত
বাঁচতে চেয়েছিলাম
তোমার হাতে হাত রেখে
শুধু তোমায় ভালোবেসে।
পড়ন্ত বিকেলে নদীর তীরে
তোমার কাঁধে মাথা রেখেছিলাম
শুধু তোমায় ভালোবেসে।
গোধূলী লগ্নে সরিষা ক্ষেতের মাঝে
তোমার বুকে মাথা রেখেছিলাম
শুধু তোমায় ভালোবেসে;
সব স্মৃতিকে বিসর্জন দিয়ে
তুমি আছো আজ অনেক সুখে।
4,289 total views, 13 views today
অন্যরা এখন যা পড়ছেন

নয়নের মনি || রুপা আক্তার
ফাগুনের এই আগুন ঝরা রোদেলা দিনে হিয়া তুমি চলে গেছো অনেক দূরে; ভেবেছিলাম সারা জীবন থাকব তোমার নয়নের মনি হয়ে।বিস্তারিত পড়ুন
4,370 total views, 11 views today

শ্রেষ্ঠ মানব
শ্রেষ্ঠ মানব এম.শরীফ হোসেন শ্রমিক তোমার ঘামে ভেজা ইটের এ শহর, তোমার দেয়া রক্ত শ্রমে আমি স্বার্থপর। তুমি মহান শ্রেষ্ঠবিস্তারিত পড়ুন
5,273 total views, 13 views today

ঈদের দিন
ঈদের দিন শহীদুল ইসলাম মামুন সবার মনে রঙ লেগেছে রোজা শেষে আজ ঈদ, ছোট বড় সবাই মিলে গাইছে আজ খুশিরবিস্তারিত পড়ুন
1,359 total views, 2 views today