পরাগ আঁকা ফুল

পরাগ আঁকা ফুল
বিশ্বজিৎ মণ্ডল
সেভাবেই তাঁকে দেখেছি, উত্তাল পদ্মা ভেঙে
ছুটে আসছে নিরন্তর শব্দের ধ্বনি…
পাড়ায় পাড়ায় হর্ষধ্বনিতে জেগে ওঠে
তাঁর অলৌকিক কলম
কতবার মাঝরাতে বিছানা ছেড়ে উঠে গেছি
তাঁর আঁকা অলীক জ্যোৎস্নায় ভিজবো বলে
কতবার উদাত্ত ডাকে খুঁজেছি, তোমার শব্দের ওম
দেখেছি প্রলুব্ধ হাতছানিতে কেউ যেন
সাজিয়ে দিয়েছেন, বাংলার এইসব অর্যমা উপবন
নিষেধ না মেনে গেয়েছি উটপাখির গান
সেইসব অস্থির বিকেলে শমীবৃক্ষের ডাল ছড়িয়ে
হকভাই উচ্চারণ করেছিলেন, ভালো থেকো
বাংলাভাষী ভাই
যাওয়া হল না, তাঁর সুঠাম বারান্দার নীল অন্ধকারে
দেখা হল না, প্রিয়তুতো পারিজাত বন….
এই তো চিত্রার্পিত আমি
মৃত গাছের ডালে উন্মুখ হয়ে খুঁজছি –
পরাগ আঁকা ফুল
181 total views, 4 views today
অন্যরা এখন যা পড়ছেন

নয়নের মনি || রুপা আক্তার
ফাগুনের এই আগুন ঝরা রোদেলা দিনে হিয়া তুমি চলে গেছো অনেক দূরে; ভেবেছিলাম সারা জীবন থাকব তোমার নয়নের মনি হয়ে।বিস্তারিত পড়ুন
2,358 total views, 32 views today

ফাগুনের বিদগ্ধ স্মৃতি || রুপা আক্তার
কোনো এক ফাগুনে এসেছিলে মাল্য হাতে নিয়ে বরণ করে বসালে তোমার হৃদয়ও মন্দিরে; তুমিও নিলে আমার হৃদয় জায়গা করে। জীবনেরবিস্তারিত পড়ুন
2,290 total views, 31 views today

শ্রেষ্ঠ মানব
শ্রেষ্ঠ মানব এম.শরীফ হোসেন শ্রমিক তোমার ঘামে ভেজা ইটের এ শহর, তোমার দেয়া রক্ত শ্রমে আমি স্বার্থপর। তুমি মহান শ্রেষ্ঠবিস্তারিত পড়ুন
2,789 total views, 38 views today