কে? | হাবীবাহ নাসরীন

কে?
হাবীবাহ নাসরীন
তোমার পাশে কে থাকবে গো, আঙুল ছুঁয়ে কে হাঁটবে
তোমার নামে চোখের কোলে নীলচে কাজল কে আঁকবে
ক্লান্ত এমন দিনের শেষে তোমার ফেরার প্রতীক্ষায়
কোন বালিকা গুণবে প্রহর আজন্মকাল প্রেমের দায়
কার রুমালের ফুল তোলা সুঁই তোমার নামে করবে গান
কার আঁচলে বাঁধবে তোমার সমস্ত টান-পিছুটান
তোমার নামে খুলবে বলো কার ওড়নার সেফটিপিন
সহস্রযুগ কার হবে গো তুমিবিহীন একটি দিন
কার বালিশের গন্ধ হবে, কার দুয়ারের ছিটকিনি
শখের অমন কাঁচের চুড়ি, চুড়ির তালে রিনঝিনি
তেল-হলুদের গন্ধ মেখে তোমার জন্য রাঁধবে কে
রাঁধতে গিয়ে আউলা চুলে আলতো খোঁপা বাঁধবে কে
তোমার কথা ভাবতে গিয়ে ভুলে আঙুল কে কাটবে
তোমার পাশে কে থাকবে গো, আঙুল ছুঁয়ে কে হাঁটবে!
1,092 total views, 6 views today
অন্যরা এখন যা পড়ছেন

নয়নের মনি || রুপা আক্তার
ফাগুনের এই আগুন ঝরা রোদেলা দিনে হিয়া তুমি চলে গেছো অনেক দূরে; ভেবেছিলাম সারা জীবন থাকব তোমার নয়নের মনি হয়ে।বিস্তারিত পড়ুন
4,377 total views, 18 views today

ফাগুনের বিদগ্ধ স্মৃতি || রুপা আক্তার
কোনো এক ফাগুনে এসেছিলে মাল্য হাতে নিয়ে বরণ করে বসালে তোমার হৃদয়ও মন্দিরে; তুমিও নিলে আমার হৃদয় জায়গা করে। জীবনেরবিস্তারিত পড়ুন
4,295 total views, 19 views today

শ্রেষ্ঠ মানব
শ্রেষ্ঠ মানব এম.শরীফ হোসেন শ্রমিক তোমার ঘামে ভেজা ইটের এ শহর, তোমার দেয়া রক্ত শ্রমে আমি স্বার্থপর। তুমি মহান শ্রেষ্ঠবিস্তারিত পড়ুন
5,282 total views, 22 views today